Posts

‘৷৷৷ ৷৷৷৷৷৷৷৷৷৷৷ সার্বজনীন পেনশন’ ।।।।।।।।।।।

Image
‘সার্বজনীন পেনশন’  ১৮ থেকে ৫০ বছর বয়সী সব কর্মক্ষম নাগরিকদের পেনশন ব্যবস্থা হলো সার্বজনীন পেনশন ব্যবস্থা। সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন হলো বাংলাদেশ সরকারের একটি বিশেষ উদ্যোগ। সরকারি চাকরিজীবীদের বাইরেও দেশের নাগরিকদের পেনশন–ব্যবস্থার আওতায় আনতে যাচ্ছে সরকার। সংবিধানের ১৫ ঘ অনুচ্ছেদ থেকে উদ্ধৃত করে মন্ত্রী বলেন, বার্ধক্যজনিত কারণে অভাবগ্রস্ত হলে তাদের অভাবের কারণে যাদের সাহায্য প্রয়োজন, তাদের সাহায্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই আলোকে এই পেনশন স্কিম নেওয়া হচ্ছে। দেশের বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরকারের পরিকল্পনা হচ্ছে আগামী এক বছরের মধ্যে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা। আগামী এক বছরের মধ্যে ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য অবসরকালীন সুবিধা বা পেনশন চালু করতে যাচ্ছে সরকার; তবে নিবন্ধিতরা এর প্রত্যক্ষ সুফল পাওয়া শুরু করবেন ১০ বছর পর থেকে। এর আগে আইন ও বিধি প্রণয়ন এবং তহবিল ব্যবস্থাপনার জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করবে সরকার। প্রস্তাবিত সর্বজনীন পেনশন–ব্যবস্থার উল্লেখযোগ্য ২১টি দিক উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। এগুলো হচ্ছে— প্রস্তাবিত সর্বজনীন পেনশন–ব্যবস্থার উল্লেখযোগ্য ২১টি...